ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বালতির পানিতে চুবিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মো. মোশারফ হোসেন ভূইয়া নামের এক দলিল লিখক কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ। উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মোশারফ হোসেন ভূইয়া ওই গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে। পেশায় দলিল লেখক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে নিহতের স্ত্রী শাহিনুর আক্তার প্রতিবেশিদের বলে শনিবার মধ্য রাতে ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে গিয়ে তার স্বামী মো. মোশারফ হোসেন ভূইয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের বাড়ি পরির্দশন করে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। হত্যায় জড়িত থাকার তাকে আটক করা হয়েছে। তার সাথে হত্যায় জড়িত আরও একজনকে শনাক্ত করা হয়েছে ও তাকেও আটকের চেষ্টা চলছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি