মুক্তিপণ না পেয়ে কৃষককে হত্যা
প্রকাশিত : ১২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাবিকৃত মুক্তিপণ না পেয়ে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন এক কৃষক।
সোমবার সকালে তার লাশ গুনাইগাঁতী গ্রামের নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদুর রহমান (৪০) উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে সাইদুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সাইদুরের মোবাইল দিয়ে পরিবারের কাছে ফোন করে তার মুক্তি হিসেবে দেড় লাখ টাকা দাবি করা হয়।
টাকার জন্য অপহরণকারীরা আবারও ফোন করলে পরিবারের পক্ষ হতে অপারগতা প্রকাশ করা হয়।
এরপর সোমবার সকালে গুনাইগাঁতীর নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
অপহৃত সাইদুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি নজরুল ইসলাম আরও জানান, পুলিশ ইতিমধ্যেই মোবাইল ফোনের সূত্র ধরে খুনিদের শনাক্ত এবং তাদেরকে ধরার প্রচেষ্টা চলমান রয়েছে।
এএইচ
আরও পড়ুন