ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক ইলিশ ৫ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কুয়াকাটায় বশির নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৮শ’ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। এটি ৫ হাজার টাকায় ক্রয় করেছেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।

সোমবার রাতে আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটে এই রাজা ইলিশটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন জেলে বশির। এসময় মাছটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। 

চলতি মৌসুমে স্থানীয়ভাবে এটাই সেরা ইলিশ বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। 

পরে মাছটি কিনে নেন আলীপুরের কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান। রাজধানী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মাছটি নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মোঃ আনসার উদ্দিন মোল্লা বলেন, এই মৎস্য বন্দরে বছরের সেরা ইলিশ এটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি