ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেলের হেডলাইটে লুকানো ২ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ০৯:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২২

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বার (দুই কেজি ১০০ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানার মালিপুতা এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান মোটরসাইকেলযোগে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে সীমান্ত এলাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি পোস্টে নজরদারি বাড়ানো হয়।

এসময় মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্টে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে সংকেত দিলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে বেনাপোল সীমান্তের মালিপুতা এলাকায় গেলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ল-১৭-৩২৫০) তল্লাশি করে হেড লাইটের কেসিংয়ের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা এবং আটক মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
উক্ত স্বর্ণ ও মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি