মেহেরপুরে ৬টি স্বর্ণের বারসহ দুজন আটক
প্রকাশিত : ১২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২২
মেহেরপুরে স্বর্ণের বার সহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা ঢাকা থেকে বাসযোগে উক্ত স্বর্ণ পৌঁছে দেওয়ার জন্য মেহেরপুরে যান।
বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা লিপি (৩৫) ও নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ (৩৮)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাসযোগে কানিজ ফাতিমা লিপি ও মাসুদ রানা মেহেরপুরে উদ্দেশ্যে রওনা দেয়। ভোর বেলায় তারা পৌঁছায় মেহেরপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে একটি রিক্সযোগে তারা দুজন কাথুলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
তাদের বহনকারী রিক্সাটি ভোর সাড়ে ৫ সময় বড় বাজারের জোসনা বেকারির সামনে পৌঁছালে তখন পুলিশের সন্দেহ হয়। রিক্সাটির গতিরোধ করে পুলিশ। পরে পাশের একটি কক্ষে নারী পুলিশ দিয়ে তল্লাশী চালায় ওই নারীর পায়ু পথে। সেখান থেকে কালো টেপ জড়ানো তিনটি বস্তু উদ্ধার করা হয়।
টেপ খুলে পাওয়া যায় ৬টি স্বর্ণের বার। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে জানালেন ওই কর্মকর্তা।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে নেওয়া হয়। তবে কার কাছে স্বর্ণের বারগুলো দেওয়া হতো তাকে খুঁজছে পুলিশ।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন