ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিদেশি পিস্তল-গুলিসহ কাউন্সিলর তাজুল গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীতে আমেরিকার তৈরি ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ পাংশা পৌর কাউন্সিলর তাজুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন পাংশা কোড়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে পৌরসখভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম তাইজেল (৪০) ও নরায়ণপুরের আব্দুর রহমান মীরের ছেলে মোঃ হৃদয় মীর (২২)।

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, কালুখালীর শাওরাইলের চারাখালীর পাঞ্জু শিকদারের মেহগুনি বাগানের পশ্চিম খালের পাড় থেকে ৭ মামলার আসামি পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ও ৫ বিচারাধীন মামলার আসামি হৃদয়কে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, চলতি মাসে ৮টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজন সন্ত্রাসীকে জেলা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি