ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশ যাওয়া নিয়ে ঝগড়া, স্বামীর হাতে স্ত্রী খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ফাজিলপুর এলাকায় রকিব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সেখানে স্বামী ও সন্তান নিয়ে তিনি বসবাস করতেন।
 
নিহতের স্বজনরা জানান, নাজমা বেগম বেশ কিছুদিন ধরে দুবাই যেতে চাইছেন। তবে তাতে রাজী ছিলেন না তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। সকালেও ঝগড়া সৃষ্টির এক পর্যায়ে স্বামী তুহিন তার স্ত্রী নাজমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এসময় নাজমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা পাঠানো হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী তুহিন পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে। 

এ ঘটনায় হত্যা মামলা করবেন নিহতের ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি