ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

টাকা আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান শেরিন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহববুল হক শেরিনকে টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, চেয়ারম্যান শেরিনের বিরুদ্ধে সিলেটনগরস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন একটি আবাসন কোম্পানিতে মামলার বাদীসহ বহু প্রবাসীকে কোম্পানির পরিচালক করা হবে এমন শর্তে তাদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়। 

এ মামলাসহ এসএমপি’র এয়ারপোর্ট থানায় আরও ৩টি প্রতারণার মামলা তদন্তাধীন রয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগ ও টাকা আত্মসাতের মামলায় চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির সিলেট মেট্রোর বিশেষ পুলিশ হংপার সুজ্ঞান চাকমা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি