ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

খোপে ঢুকে অজগর খেলো হাঁস-মুরগি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২২

মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। খোপে থাকা গৃহস্থের হাঁস-মুরগি খেয়ে ফেলেছে অজগরটি। 

বৃহস্পতিবার সকালে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ভিটিআরটি টিম লিডার (কচুবুনিয়া) আলমগীর শিকদার জানান, বুধবার রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে একটি অজগর সাপ ঢুকে। ঢুকেই একটি মুরগি খেয়ে ফেলে সাপটি। তখন অন্য হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে গৃহকর্তা আকবর হাওলাদার ঘর থেকে বের হয়ে এসে দেখেন খোপের মধ্যে একটি অজগর সাপ। 

তা দেখে তখনই বনবিভাগকে খবর দেয় গৃহকর্তা আকবর। 

এরপর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে। ততক্ষণে সাপটি খোপের আরও একটি মুরগি ও একটি পাতিহাঁস মেরে ফেলে। 

উদ্ধার হওয়া সাপটি সকাল ৭টার দিকে বরইতলা টহল ফাঁড়ির বনে অবমুক্ত করেন উদ্ধারকারীরা। 

বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, উদ্ধার হওয়া এ অজগর সাপটির ওজন ৯ কেজি ও লম্বায় ১১ ফুট।  

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের চিংড়ি ঘের থেকে ৬ ফুট লম্বার একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি