কথা কাটাকাটিকে কেন্দ্র করে জেলে নিহত
প্রকাশিত : ১৪:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২২
কক্সবাজারের টেকনাফে নৌকায় মাছ ধরতে যাওয়া নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইসমাইল (২৫) নামের এক জেলে নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনা সততা নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদশক (এসআই) মোহাম্মদ তারেক।
নিহত ইসমাইল টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গারপাড়ার বাসিন্দা রশিদ আহমদ ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানায়, শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকার সোনা আলীর ছেলে মোহাম্মদ নুরুর মালিকানাধীন নৌকায় জেলে হিসেবে কাজ করতেন ইসমাইল। বুধবার বিকালে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওযাকে কেন্দ্র করে নৌকার মালিক মোহাম্মদ নুরু, তার ভাই মনজুর, ভাগিনা ওমর ফারুকসহ ৭-৮ জনের সঙ্গে কথা কাটাকাটি হয় ইসমাইলের।
পরে রাতে বাজার থেকে বাড়ি যাওযার পথে ডাঙ্গারপাড়া দোকোনের সামনে পৌঁছালে পেছন থেকে ইসমাইলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত ইসমাইলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা শঙ্কাজনক হওয়ায় দ্রুত কক্সবাজার পাঠানো হয়।
রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান বলেন নিশ্চিত করেছেন নিহতের বাবা রশিদ আহমদ।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মো আবু সাঈদ বলেন, একজনকে রাতে হাসপাতালে আনা হয়, তার অবস্থা ছিল আশঙ্কাজনক। ওই সময় তিনি রক্ত বমি করছিলেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ওই ব্যক্তির পিঠের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত একই এলাকার জালাল আহমদের ছেলে রশিদ উল্লাহকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মগে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন