ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ট্রেন আসতে দেখেই লাইনের উপর শুয়ে পড়েন, অতঃপর...

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২২

যশোরের বেনাপোলে ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনেটি ওই এলাকায় পৌঁছালে ইচ্ছাকৃতভাবে আলী হোসেন ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন। এক পর্যায়ে তার শরীরে উপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি