ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় দুই ডাকাত দলের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর ঘাসিয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ গ্রামের ইসাইলের ছেলে আজিম (৩০), আবদুর রশিদের ছেলে মো. হারুন (৩৭), চর গজারিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে লিটন (৩৫), কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের আবদুল আলীর ছেলে মোশাররফ (৩৭), ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর গজারিয়া গ্রামের মুরাদের ছেলে মো. হিনজু (৩৭)।

কোস্টগার্ডসূত্রে জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন ঘাসিয়ার চর একটি অপরাধ প্রবণ এলাকা। সেই চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই ডাকাত দল খোকন এবং ফোকরা বাহিনীর মধ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষ হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড দক্ষিণ জোন ৩টি আভিযানিক দল পাঠিয়ে চর ঘাসিয়ায় অভিযান পরিচালনা করে। 

এ সময় ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিছিন্ন হয়ে নৌকাযোগে পালানোর চেষ্টা করে। এসময় দ্রুত গতি সম্পন্ন বোট নিয়ে কোস্টগার্ডের আভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাস্থ মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, ছয়টি রামদা এবং পাঁচটি বল্লমসহ কুখ্যাত ডাকাত খোকন বাহিনীর অন্যতম ৫ সদস্যকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জব্দকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূল নিরাপদ রাখতে ডাকাতদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি