টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ২ জন অপহৃত
প্রকাশিত : ১৭:১২, ২৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:২১, ২৯ সেপ্টেম্বর ২০২২
কক্সবাজারের টেকনাফে স্থানীয় দুইজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এছাড়া একই ঘটনায় ভূক্তভোগী পালিয়ে আসা দুইজনের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
অপহৃতরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মৃত ওলা মিয়ার ছেলে নজির আহমদ (৫০) এবং তার ছেলে সাদ্দাম হোসেন (২৭)।
এছাড়া অপহরণকারিদের কবল থেকে পালিয়ে আসারা হলেন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মো. শাহজাহান ও মো. মেহেদী। এদের মধ্যে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালিয়ে আসা ভূক্তভোগী ও অপহৃতের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকার শসা ক্ষেতে কাজ করছিল নজির আহমদ, সাদ্দাম হোসেন, শাহজাহান ও মেহেদী সহ আর কয়েকজন। এক পর্যায়ে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত অস্ত্রের মুখে ৪ জনকে অপহরণ করে নিয়ে যায়।
‘পরে অপহৃতদের নিয়ে যাওয়ার পথে গহীন পাহাড়ী এলাকায় আরেকটি দুর্বৃত্ত দলের মুখোমুখি পড়ে অপহরণকারিরা। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সুযোগ পেয়ে পালিয়ে আসতে সক্ষম হয় শাহজাহান ও মেহেদী। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শাহজাহান আহত হন।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘আহত শাহজাহানকে উদ্ধার করে স্থানীয়রা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।’
এ ব্যাপারে টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান রাশেদ মোহাম্মদ আলী।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে পুলিশ অবহিত হয়েছে। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। সব তথ্য হাতে আসার পর বিস্তারিত পরে জানানো হবে।
এসি
আরও পড়ুন