ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাফ জয়ী আঁখি খাতুনকে নিজ এলাকায় সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ এলাকায় সাফ জয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ, আঁখির বাবা আক্তার হোসেনসহ আরো অনেকে। 

এসময় নিজ এলাকায় ফুটবলার আঁখি খাতুনকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শাহজাদপুরবাসী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি