ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চাঞ্চল্যকর রঞ্জু হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সাইদুর রহমান রঞ্জু (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে নিহতের মোবাইল উদ্ধারসহ হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতি গ্রামের মো. গোলজার শাহের ছেলে আব্দুল মোমিন (৩০), মো. সাহেব আলীর ছেলে আলাউদ্দিন প্রামাণিক (১৯) ও আব্দুল কাশেম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৬)। এ সময় গ্রেফতারকৃত মোমিনের বাড়ি থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইদুর রহমান রঞ্জু ধান ভাঙ্গানোর বকেয়া টাকা পরিশোধের জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টার সময় নিহতের স্ত্রী বুলবুলি খাতুনের মোবাইলে একটা কল আসে। তিনি কল রিসিভ করলে অপরপ্রান্ত থেকে ভেসে আসে অপরিচিত কণ্ঠস্বর। তার পরিচয় জানতে চাইলে ফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখে ফোন। পরের দিন (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহতের ফোন থেকে স্ত্রী বুলবুলিকে ফোন করে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের লোকজন টাকা সংগ্রহ করা অবস্থায় প্রতিবেশী পাশের কুমার ব্রীজের পাশে রঞ্জুর লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তবে এ হত্যা মামলার কোনও ক্লু ছিলোনা। পরে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের দুই দিন পর গত ২৭ সেপ্টেম্বর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি