ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকে চমকে দেয়া হাফেজ তাকরীমকে টাঙ্গাইলে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২২

বিশ্বকে চমকে দেয়া কিশোর হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিচ্ছে টাঙ্গাইল জেলা প্রশাসন

বিশ্বকে চমকে দেয়া কিশোর হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিচ্ছে টাঙ্গাইল জেলা প্রশাসন

Ekushey Television Ltd.

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে (১৩) সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের স্থানীয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। 

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের পিতা আব্দুর রহমান।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাইন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

এর আগে কিশোর হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভিড় জমায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি