ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোর শহরে পানিতে ডুবে নোভা আক্তার (৮) ও সম্রাট (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর বড়গাছা জোলারপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু উত্তর বড়গাছা জোলারপাড় এলাকার শিমুল হোসেনের সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাসায় খেলাধুলা করছিল ওই দুই ভাই-বোন। মা রিতা বেগম রান্না শেষে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। তাদের সন্ধানের জন্য শহরে মাইকিংও করা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে বাসার পাশের ডোবা থেকে প্রতিবেশীরা ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি