ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

হাতিয়ায় জলদস্যুদের গোলাগুলিতে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর হাতিয়ার দুর্গম চর ঘাসিয়ায় জলদস্যুদের দুপক্ষের গোলাগুলির ঘটনায় তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাব উদ্দিন (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা মো. কবির (৩৬), সাহারাজ (৩৭) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)। তারা জলদস্যু ফোকর (ফখরুল) গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চর ঘাসিয়া থেকে দুটি ও কুমিল্লা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আগের পাঁচজনের পরে আরও একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চরঘাসিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে নদীপথে পালানোর সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি