ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২২

নরসিংদীর রায়পুরায় ছোট ভাইয়ের পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ইদ্রিস মিয়া নামে অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শহিদ মিয়া (৪২) রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর এলাকার মৃত আ. মান্নান মিয়ার ছোট ছেলে। আটককৃত ইদ্রিস মিয়া তারই বড় ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নিহত শহিদ মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় কলহ নিস্পত্তি করতে সেখানে যান তারই বড় ভাই ইদ্রিস মিয়া। এক পর্যায়ে ছোট ভাই শহিদ মিয়াকে দেশীয় মাছ ধরার অস্ত্র টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহতের ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি