ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ভোলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার (১ অক্টোবর) ভোরে ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

এতেইউসুফ রাঢী নামের অপর এক জেলে আহত হয়েছে। তবে তিনি সুস্থ্য আছেন। 

নিখোঁজ কামাল পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আজম বলেন, ভোরের দিকে জেলেরা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ ও অপর একজন আহত হয়েছেন।

নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ-পুলিশের একটি টিম কাজ করছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি