ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রেললাইনে মদ পান, ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:১১, ১ অক্টোবর ২০২২

মদ পান করে রেললাইনে বসা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে আখাউড়া স্টেশনের রেলওয়ে কলোনির কাছে এ দুর্ঘটনা ঘটে। 

এর মধ্য একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুমিল্লা দ্বেবীদার উপজেলার নাসিরউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৪)। তবে নিহত নারী পরিচয় পাওয়া যায়নি। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন, রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আখাউড়ায় আসা তিতাস ট্রেনটি ঘুরিয়ে (সান্টিং) আনার সময় রেললাইনের ওপর মদ পান করে বসে থাকা এক নারী ও এক পুরুষ ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি