ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাফজয়ী কৃষ্ণা রানী ও কোচ ছোটনকে টাঙ্গাইলে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ১ অক্টোবর ২০২২

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের সদস্য কৃষ্ণা রানী সরকার ও চ্যাম্পিয়ন টিমের কোচ গোলাম রব্বানী ছোটনকে টাঙ্গাইলে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। 

জেলা প্রশাসক ড. মো: আতাউল গণির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও কোচ গোলাম রব্বানী ছোটনকে ফুলেল শুভেচ্ছা, নগদ টাকা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।

এসময় জেলার ক্রীড়ামোদী জনগণ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি