ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তালাবদ্ধ ঘরে মিলল মা ও দুই সন্তানের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৯:২৪, ১ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি থানার মবুপুরে মা ও ২ সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে তাদের লাশ নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা ধারণা করছে ২/৩ দিন আগে তাদের হত্যা করায় লাশগুলো ফুলে দুর্গন্ধ বের হচ্ছে। নিহতরা হলো সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) এবং জিহাদ (১০), মাহিম (৪) বছরের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেলখানা হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পাশ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙ্গে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে মর্গে পাঠায়। 

স্থানীয়রা ধারণা করছে পরিকল্পিতভাবে জেলখানা থেকে এসে সুলতান হোসেন লোকজন নিয়ে তাদের হত্যা করেছে।

এদিকে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ যানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি