মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ
প্রকাশিত : ১৫:২৯, ২ অক্টোবর ২০২২
বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলা বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিস-আদালত, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
রোববার সকাল হতে মেহেরপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত সরাসরি কোন বাস ছেড়ে যায়নি।
এমনকি মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকাগামী দুরপাল্লার বাস চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে ঢাকাগামী বাসগুলো দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে যাতায়াত করছে।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, গেল শনিবার কুষ্টিয়ার এক বাস মালিকের সাথে মেহেরপুরের এক শ্রমিকরে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়ার বাস মালিক-শ্রমিকরা মেহেরপুর পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
তবে মেহেরপুরের বাস কুষ্টিয়া জেলার শেষ সীমান্ত খলিশাকুন্ডি ঘাট পর্যন্ত চলাচল বরছে। কুষ্টিয়ার বাসও খলিশাকুন্ডি ঘাট পর্যন্ত আসছে। মাঝে খলিশাকুন্ডি ব্রীজটি হেঁটে পার হতে হচ্ছে যাত্রীদের। এরকম ঘটনা প্রতি বছরই দু’একবার ঘটে বলে জানান তিনি।
কুষ্টিয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বসে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।
এদিকে, হঠাৎ সরাসরি বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। দ্রুতই সমাধান চান যাত্রীরা।
এএইচ
আরও পড়ুন