ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের করোনা মুক্তি কামনায় যশোরে সাবেক ছাত্রনেতা দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ অক্টোবর) শহরের ঘোপ বাবলাতলা এলাকায় দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোপ কবরস্থান মাদরাসার শিক্ষক হাফেজ সোলাইমান।

দোয়া মাহফিল থেকে শেখ ফজলে শামস পরশের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। 

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়। আরো উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহীন, যুবনেতা মহিদুল ইসলাম, ইকবাল হাসান, নাজমুস সাকিব মারুফ, মোহাম্মদ শাহীন উর রশীদ শোভন, সাদমান সৌমিক দ্বীপসহ অন্যরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি