দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রাকচালক নিহত
প্রকাশিত : ১৫:৫০, ৩ অক্টোবর ২০২২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় আওয়াল সরদার (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে একটি খালি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরেরের দিকে যাচ্ছিলেন চালক আওয়াল। এসময় গোকুলখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহতের মরদেহ ট্রাকের ভেতরেই ছিল। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ট্রাকের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাক চালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন