ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পূজা দেখে ফেরার পথে বাসের চাপায় নিহত ২

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০০, ৪ অক্টোবর ২০২২

রংপুরের তারাগঞ্জে পূজা দেখে বাসায় ফেরার পথে একটি নাইট কোচের চাপায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার রাতে উপজেলার খিয়ার জুম্মা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা পূজা মণ্ডপ থেকে রিকশাভ্যানে ফিরছিলেন।

পুলিশ জানায়, রাত পৌনে এগারটার দিকে রিকশাভ্যানে পূজা দেখে ৪ যাত্রী বাসায় ফিরছিলেন। তারা তারাগজ্ঞ উপজেলার খিয়ারজুম্মা নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ রিকশাভ্যানটিকে চাপা দিলে ওই ৪ যাত্রী গুরুতর আহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। 

নিহতরা হলেন তারাগজ্ঞ উপজেলার দাসপাড়া গ্রামের সুবল সরকারের ছেলে রতন সরকার (৩০) ও নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র (১৫)। 

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তারাগজ্ঞ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোরশেদ জানান, ঘাতক নাইট কোচটি চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি