উখিয়া ক্যাম্পে গুলি, রোহিঙ্গা শিশু নিহত
প্রকাশিত : ১২:৪০, ৪ অক্টোবর ২০২২
কক্সবাজারের উখিয়ার ১৮নং ক্যাম্প সন্ত্রাসীদের গুলিতে তাসফিয়া আক্তার (১১) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১৮ বছর বয়সী আরও এক নারী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। এর আগে সোমবার মধ্যরাতে উখিয়ার ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া আক্তার ক্যাম্প-১৮’র এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এছাড়া আহত নারী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প-১৮’র এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনও চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।
এএইচ
আরও পড়ুন