ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিকের পা বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক রোহিঙ্গার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের ঘুমধুমের ছনখোলা ছেরাকুল এলাকায় বসবাসকারী রোহিঙ্গা নাগরিক মীর আহমদের ছেলে। 

স্থানীয়রা জানায়, সীমান্তের কাঁটাতারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গরু আনতে যান তিনি। সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় আব্দুল কাদের। 

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, ঘুমধুমের তমব্রু ইউনিয়নের পর এবার সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের জামছড়ি ৪৪ ও ৪৫ সীমান্ত পিলারের মাঝে তিনটি আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা। 

মঙ্গলবার দুপুরে দুটি ও রাতে একটি বিস্ফোরণের শব্দ পান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি