ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে পূজায় দায়িত্ব পালনকালে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ৫ অক্টোবর ২০২২

নাটোর সদরের তেবাড়িয়ায় বিজয়া দশমীর পূজা আর্চনার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে এই দুইজনের মৃত্যু হয়। 

তারা হলেন পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯)।

আলাউদ্দিন মাধনগরের আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপরদিকে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পুলিশ সদস্য ছেলে পার্থ চক্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নাটোর জেলা আনসার এডজুডেন্ট শফিকুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আঁচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে পালপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, মঙ্গলবার রাত প্রায় একই সময় পৌরসভার ৮নং ওয়র্ডের তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজা শেষে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসময় মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি