ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেকনাফে ভেসে আসলো আরও দুই তরুণীর লাশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:২৯, ৬ অক্টোবর ২০২২

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে ট্রলার ডুবির ঘটনায় আরও দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৫ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার রাত ১১টার টেকনাফ উপজেলার শীলখালী সমুদ্রতীরে তাদের লাশ ভেসে আসে। তারা সাগরে ডুবে যাওয়া মালয়েশিয়াগামী ট্রলারের যাত্রী বলে ধারণা পুলিশের।

মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছর বলে পুলিশের ধারণা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ৪ দালালসহ ৪৫ রোহিঙ্গা নারী-পুরুষ জীবিত উদ্ধার করা হয়।
 
গত মঙ্গলবার ভোরে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের হলবনিয়া সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল বলে উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মানব পাচারে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে এসব রোহিঙ্গারা দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি