ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশে ১২তম স্থানে নাটোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাটোর জেলা দেশে ১২তম স্থান অধিকার করেছে। জেলায় জন্ম নিবন্ধনের হার ১১৫.৫ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৭৩.৫ শতাংশ। রাজশাহী বিভাগে এই জেলার অবস্থান চতুর্থ।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

সভায় বক্তারা বলেন, বছরব্যাপী ক্যাম্পেইনের মধ্য দিয়ে জেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এসেছে। নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে শুদ্ধ তথ্য ভান্ডার গড়ে তুলতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, ধারাবাহিক এ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা পৌঁছে যেতে চাই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাঙ্ক্ষিত গন্তব্যে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহফুজা খানম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র।

আলোচনা সভার আগে কালেক্টর ভবন চত্তরে শোভাযাত্রা বের করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি