ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ৬ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জে গলায় ওড়না পেচিয়ে স্ত্রী মার্জিয়া খাতুন (২৫)কে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে ঘাতককে আটক করে পুলিশ এর আগে বুধবার ভোর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামে হত্যার ঘটনা ঘটে। আটককৃত আহসান উল্লাহ (৩০) ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। 

তাদের সংসারে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযুক্ত আহসান উল্লাহ বুধবার ভোর রাতে সহবাস করতে চাইলে স্ত্রী মার্জিয়া অসম্মতি জানায়। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে নিজ ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে মার্জিনাকে হত্যা করে সে। বিষয়টি পরিবার ও স্থানীয়রা জানার পর আহসান উল্লাহকে আটকে রেখে থানায় খবর দেয়। 

খবর পেয়ে দুপুরে ঘাতককে আটক এবং ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অভিযুক্ত আহসান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি হুমায়ুন কবির।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি