ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী পৌরসভা মাইজদীতে তৃষা রানী সাহা (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে পৌরসভার মাইজদী গ্রামের উত্তর মাষ্টার পাড়া এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তৃষা রানী ওই এলাকার কমল সাহার মেয়ে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তৃষা রানী সাহা দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। এই অসুস্থ থাকার কারণে তার বিয়ে টিকেনি। 

তিনি আরও জানান, বুধবার রাতে তৃষা রানী সাহা পরিবারের অজ্ঞাতে কোন এক সময় বাড়ির পুকুরে পড়ে মারা যান। 

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি