ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৭ অক্টোবর ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্পব আহমদ (২০) নামে ওয়েলডিং কারখানার এক শ্রমিকে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহর চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর মহল্লার মা-বাবা’র দোয়া নামের কারখানায় ওয়েলডিং মেশিনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

বিল্পব বগুড়া জেলার আদমদীঘি উপজেলার দূর্গাপুর গ্রামের মুকুল আহমদের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন জানান, শিক্ষানবিশ শ্রমিক হিসেবে বগুড়ার বিপ্লব চাঁপাইনবাবগঞ্জে কাজ করতো ওই কারখানায়। রাতে দুর্ঘটনা ঘটলে আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে তার পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়ায় বিল্পবের মরদেহ হস্তান্তর করে পুলিশ।

পুলিশের ওসি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি