ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ৭ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সিরাজ শেখ (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার রাসেল শিশু পার্কের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিরাজ শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের সিরাজ শেখ যমুনা নদীতে মাছ ধরতে যায়। মাছধরা শেষে সে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে সিরাজ শেখের লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি