ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেখানে বিশ বছর আগের বাঁশের সাঁকোই একমাত্র ভরসা (ভিডিও)

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নেত্রকোনার ধলাই নদীতে সেতু না থাকায় দুর্ভোগে দুইপারের চল্লিশ গ্রামের লক্ষাধিক মানুষ। বিশ বছর আগে স্বেচ্ছাশ্রমে তৈরি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। ঝুঁকিপূর্ণ হওয়ায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।

একসময় ধলাইয়ে চলাচলের একমাত্র বাহন ছিল নৌকা। উত্তর থেকে দক্ষিণে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আন্দা ওদক্ষিণে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উলুয়াকান্দা প্রান্ত যুক্ত করে বাঁশের সাঁকো নির্মাণ করেন স্থানীয়রা। 

ওই দুই গ্রাম ছাড়াও সাঁকো দিয়ে চলাচল তারাকান্দার সুতারখাল, শান্তিপুর, বিষমপুর, নইগাঁও আর পূর্বধলা জটিয়াবর, মহিষবেড়, আগিয়াসহ ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষের।

এই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন উন্নয়নবঞ্চিত বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ‘সেতুটি প্রতিবছর দুইবার করে ভেঙ্গে যায়। মানুষ আহতও হয়েছেন।”

সেতু নির্মাণের প্রয়োজনীয়তা জানিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস জনপ্রতিনিধির। 

পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, “আমার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই। যত দ্রুত সম্ভব এই সেতুটি যাতে করা যায় তার চেষ্টা চলছে।”

এলাকার মানুষের দুঃখ-দুর্ভোগের কথা জানেন কর্তৃপক্ষও। শোনালেন আশার বাণী।

নেত্রকোনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ বলেন, “বিষয়টি আমাদের নলেজে এসেছে। ডিপিডি তৈরি হয়েছে, খুব তাড়াতাড়ি এটা ওখানে দিয়ে দিব।”

তবে আর কোনো কালক্ষেপণ না করে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুতই পদক্ষেপ চান স্থানীয়রা।
 
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি