ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ৮ অক্টোবর ২০২২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে দুদেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

তবে ছুটির আমেজ কাটিয়ে উঠতে আরও দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা টানা ৮ দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে দুদেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে পুনরায় এই কার্যক্রম শুরু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি