ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

১ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩১ ভারতীয় জেলে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ৮ অক্টোবর ২০২২

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে এক মাস ছয়দিন জেল খেটে মুক্ত হয়েছেন ভারতীয় ৩১ জেলে। শনিবার (৮ অক্টোবর) সকালে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন। এরপর মোংলা থানা পুলিশ কাগজপত্র যাচাই বাছাই করে খুলনাস্থ ভারতের হাই-কমিশনের প্রতিনিধি প্রভাত মৃধার কাছে এই জেলেদের হস্তান্তর করা হয়। 

শনিবার দুপুরের পর ভারতের চব্বিশ পরগনা জেলায় রওনা হন তারা। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি মনিরুল আরও বলেন, গত ৩১ আগষ্ট অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী তাদের আটক করেন। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ ‘এফ বি মা মঙ্গলচন্ডী-১ এবং মঙ্গলচন্ডী-৩’ নামে দুটি ফিশিং বোটও আটক করে তারা। পরে ১ সেপ্টম্বর মোংলা কোস্টগার্ড তাদের নামে মোংলা থানায় মামলা করেন। এরপর ২ সেম্পম্বর তাদের বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতার হওয়া এসব ভারতীয় জেলেরা এক মাস ছয়দিন জেলহাজতে থাকার পর শনিবার (৮ অক্টোবর) জামিনে মুক্ত হন বলেও জানান ওসি মনিরুল।

জেল থেকে মুক্ত হওয়া ভারতের চব্বিশ পরগনার জেলার কাগদ্বীপ থানার বাসিন্দা অশোক বর্মা (৪৫) ও নীল চন্দ্র দাশ (৫০) বলেন, আমরা ভারতীয় জেলে, 'বাংলাদেশে মাছ ধরতে এসে ধরা পড়েছি। জেলের মধ্যে নিরাপদেই ছিলাম, তবে পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি, এখন বাড়ি যাব’।

এর আগে তিন মাস চারদিন কারাভোগের পর গত মঙ্গলবার (৪ অক্টোবর) একই ঘটনায় জামিনে মুক্ত হন ১৩৫ ভারতীয় জেলে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি