ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ৮ অক্টোবর ২০২২ | আপডেট: ২৩:১৫, ৮ অক্টোবর ২০২২

পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক (২৭) নামের দুই জন নিহত হয়েছেন। 

শনিবার সন্ধা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আরিফুর রহমান (২৭) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

নিহত সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পরিবার ও সহকর্মীরা। 

জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে তিনজন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। ইশ্বরদির মুন্নার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত  দিক থেকে আসা ফরিদপুর থেকে রাজশাহী গামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়। অপর ব্যক্তি আরিফুর রহমানকে রাজশাহী নেওয়া হচ্ছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি