ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:৫০, ৯ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

শনিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ওই ঘটনা ঘটে। রোববার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ।

নিহত মুনতাজ হোসেন ওরফে মোনাজাত দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। 

নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশী। রাত ১ টার দিকে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

মুনতাজের মরদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।

ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, নিহত বাংলাদেশী যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশে গরু নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী মুনতাজ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আলম। তিনি জানান, ভারত থেকে অবৈধ উপায়ে গরু আনতে গিয়ে বিএসএফের  গুলিতে মুনতাজ মারা যান। তার লাশ নিজ দেশে ফেরত আনতে বিজিবিকে অনুরোধ করা হয়েছে। 

এদিকে, ৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, “খবর শুনেছি। তবে নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি এবং বিএসএফের পক্ষ থেকে  কর্মকর্তারা পরিস্কারভাবে কিছুই জানাননি। জানতে পারলে পরে জানানো হবে।”

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি