ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কেন্দুয়ায় কলেজছাত্রকে হত্যা, তরুণ-তরুণী আটক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ৯ অক্টোবর ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাদ্দাম হোসেন নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরে কেন্দুয়া থানা পুলিশ রোববার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই তরুণ-তরুণীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি