ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নানার বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ৯ অক্টোবর ২০২২

বাবার কোলে শিশু ইবনে মায

বাবার কোলে শিশু ইবনে মায

মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালের দিকে গাংনী শহরের ভিটে পাড়ায় তার নানা হারেজ আলীক সাইয়ের বাড়িতে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সিঁড়ির নিচে থাকা পানির পাম্পের তার ধরে শিশুটি টানাটানি করছিল। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে গেলে সে বিদ্যুৎতায়িত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক শিশুটিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে বাড়িতে শিশু সন্তান রয়েছে তাদের বিদ্যুৎ, আগুন, পানির বিষয়ে যথাযথ সতর্ক অবলম্বন করা উচিত। তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। এ ধরনের মৃত্যু খুবই বেদনাদায়ক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি