ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৫ জেলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ১০ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ ধরায় ৫ জেলেকে আটক করা হয়েছে। 

আদালতের মাধ্যমে সোমবার সকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শামসুল আলম জানান, রোববার দিন ও রাতে মা ইলিশ ধরা বন্ধে নৌ-পুলিশ অভিযান চালায়। তখন উপজেলার উমারপুর ইউনিয়নের আরকান্দি চর এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ৫ জেলেকে আটক ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। 

আটককৃতরা হলেন আড়কান্দির আতিয়ার হোসেন (৩০), হবিবর রহমান (৩০), চৌহালী উপজেলার রাসেল (২২), ইসমাইল হোসেন (১৯) ও টাঙ্গাইলের নাগরপুরের রাজিব হাসেন (১৯)।

অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি