ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অ্যাম্বুলেন্স-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ১০ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি অটোরিক্সা-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে জেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান মোল্লা (৪৫) সিরাজগঞ্জ সদরের গজারিয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে। আহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

টিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সোমবার সকালে জেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোলে সিরাজগঞ্জ গোলচত্তর থেকে শাহজাদপুরের দিকে আসা সিএনজি অটোরিক্সার সাথে পাবনা থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ ও আহতদের উদ্ধার করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি