ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৬:৫৫, ১০ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ও তাড়াশে পৃথক সড়ক দূর্ঘটনায় এনজিও-কর্মীসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ জন। সোমবার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল এবং হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগরে দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সোমবার সকালে জেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোলে সিরাজগঞ্জ গোলচত্তর থেকে শাহজাদপুরের দিকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে পাবনা থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়।  খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ ও আহতদের উদ্ধার করে।   

অপরদিকে, একই দিন দুপুরে হাঁটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগরে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বিপরীত থেকে আসা গ্যাসের লড়ির চাপায় সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের মৃত বাহেছ সরকারের ছেলে আব্দুল মালেক মারা যান। তিনি নাটোরের বনপাড়ায় এনডিপি শাখায় মাঠ কর্মী হিসেবে চাকরি করতো।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি