ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ১০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:১৩, ১০ অক্টোবর ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতের নাম বাবু শিকদার (৪০)।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার হাদি ফকিরহাট বাজারের গাছবাড়ীয়া নুর শাহ ফকির বাড়ীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর হানিফ এসি বাস গাড়ি হতে নামিয়া পালানোর সময় তাকে আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী বাবু শিকদার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালে নগরের সিটি কর্পোরেশন এলাকার মফিজ শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে হানিফ এসি বাস গাড়ি হতে নামিয়া পালানোর সময় বাবু শিকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানার মামলা নং-৫ এর ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(খ) রুজু করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি