ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষকদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রংপুরের পীরগঞ্জ উপজেলার খেতাবের পাড়া পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকদের দুইপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ।

পীরগঞ্জের এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন থানার পাঁচ পুলিশসহ ৩০ জন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে সংঘর্ষে আহত হন ৩৫ জন।

পুলিশ জানায়, সকালে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে প্রধান শিক্ষক নুরন্নবী গ্র“পের সাথে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্র“পের কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় আকাশ।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নাসিরনগরের সংঘর্ষের ঘটনায় আটক হয়েছে ১০ জন।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি