ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত  

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১০ অক্টোবর ২০২২

জয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম তারেক রহমান (২০)। সোমবার সন্ধ্যায় কালাই  উপজেলার মোলামগাড়ীর হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তারেক জেলার কালাই উপজেলার আতাহার গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি  কলেজের বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

ওসি এস এম মঈনুদ্দীন জানান,তারেক নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মোলামগাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-মোলামগাড়ী  সড়কের হলদিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারেক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি