দখলের কবলে কোরানীগঞ্জের সব খাল
প্রকাশিত : ১১:৩৯, ১১ অক্টোবর ২০২২
অবৈধ দখলের কবলে কোরানীগঞ্জের সব খাল। ইতোমধ্যেই বেশিরভাগ হারিয়েছে অস্তিত্ব; পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তবে খালগুলো দখলমুক্ত করতে নেয়া হয়েছে প্রকল্প। কিন্তু অর্থায়নসহ নানা জটিলতায় আটকে আছে পুনরুদ্ধারের কাজ।
১৬৭ বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জের ভেতরে রয়েছে ছোট-বড় মিলিয়ে ৫২টি খাল। বুড়িগঙ্গা নদী থেকে শুভাঢ্যার খাল ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে। অন্যদিকে ধলেশ্বরী থেকে সিংহ নদী হয়ে আটিবাজার খালটি মিলেছে বুড়িগঙ্গায়। শুভাঢ্যা খালের দৈর্ঘ্য সাড়ে ১৩, আর আটিবাজারের ১৮ কিলোমিটার।
কিন্তু অবৈধ দখলে শুভাঢ্যা ও আটিবাজার খাল এখন মৃতপ্রায় দূষিত নালা। ছড়াচ্ছে দুর্গন্ধ; বিপর্যস্ত আশপাশের পরিবেশ। চরম দুর্ভোগে স্থানীরা।
এলাকাবাসীরা জানান, “এই খাল এক সময়ে বুড়িঙ্গার মতো ছিল। এখন খাল হয়েছে গেছে ডাস্টবিন। হাউজিং কোম্পানিগুলো দখল করে নদী খেয়ে ফেলেছে।”
তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বলেন, “অতি দ্রুত এই খালটাকে খনন করা উচিত।”
শুভাঢ্যা খালসহ ছোট-বড় আরও কয়েকটি খালের উন্নয়নে ১ হাজার ৭শ’ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। তবে কাজে অগ্রগতি নেই। বছর শেষে দরপত্র আহ্বান করা যাবে বলে আশা উপজেলা চেয়ারম্যানের।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, “পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত এই খালগুলোর জন্য প্রকল্প গ্রহণ করে।”
কেরানীগঞ্জের খালগুলো নিয়ে পরিকল্পনা কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও। পাশাপাশি বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী হয়ে বিক্রমপুর, শরীতপুর, মাদারীপুর, ফরিদপুরসহ আরো কিছু অঞ্চলে বিস্তৃত বিকল্প নৌপথ তৈরির পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তিনি।
সংসদ সদস্য ঢাকা-৩ ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, “সমস্ত খাল এবং এই খালের সাথে বাকি খালগুলোর সংযোগ স্থাপন করে কেরানিগঞ্জে ওয়াটার ওয়ে চালু করতে চাই।”
পানি উন্নয়ন বোর্ড জানায়, এই প্রকল্পটি এখন একনেকে রয়েছে।
পাউবোর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক বলেন, “খাতে যাতে ময়লা না পরে, আবর্জনা না আসে সেই দিকে লক্ষ্য রেখে আলাদা ক্যানেল করা হয়েছে। কলকারখানার যে ওয়েস্টজ বের হয় সেগুলো পাইপের মাধ্যমে আলাদাভাবে সংগ্রহ করা হবে।”
বুড়িগঙ্গা নদীর পাড় ও কেরানিগঞ্জের খালগুলো দ্রুত দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীসহ সচেতন নাগরিকদের।
এএইচ
আরও পড়ুন